শিবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজারে অনু্ষ্িঠত খেলায় ৫৮-৭১ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবগঞ্জ উপজেলা দল।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল- মাদক নয়, হোক জীবনের জয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের মাঠে ফিরে আসতে হবে। সভাপতির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সাথে সাথে সাধারণ মানুষ সহ অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মবিন, সহকারী অধ্যাপক মাসুম, টমাস মাস্টারসহ ক্রীড়া প্রেমীরা। ভলিবল প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।











