ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৬ - ২:২৬ পূর্বাহ্ন

চারঘাট মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন বিকুল

  • আপডেট: Thursday, January 15, 2026 - 12:00 am

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার “চারঘাট মহিলা কলেজ” এর এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চারঘাট পৌরসভার সাবেক দুই বারের মেয়র জাকিরুল ইসলাম বিকুল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে সম্প্রতি এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান জাকিরুল ইসলাম বিকুল। কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও মানসম্মত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জাকিরুল ইসলাম বিকুল দীর্ঘদিন ধরে চারঘাট অঞ্চলের শিক্ষা, সমাজসেবা ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। পৌরসভার মেয়র থাকাকালীন সময়েও তিনি শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও শিক্ষাবান্ধব নানা উদ্যোগ গ্রহণ করেন, যা এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে। সভাপতি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় বিকুল বলেন, চারঘাট মহিলা কলেজ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। এদিকে তাঁর এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীরা। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে চারঘাট মহিলা কলেজ নতুন করে সুনাম ও অগ্রগতি অর্জন করবে।