ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৬ - ৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে বিজিবির শীতবস্ত্র বিতরণ

  • আপডেট: Wednesday, January 14, 2026 - 12:29 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে তীব্র শীতের মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গভীর রাতে লোকচক্ষুর আড়ালে বাড়িতে বাড়িতে গিয়ে সীমান্ত এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

গত সোমবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে তিনি নিজে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। রাতের অন্ধকারে শীতার্ত মানুষের কষ্ট স্বচক্ষে দেখে তাদের ঘরের দরজায় দরজায় কম্বল পৌঁছে দেন বিজিবি অধিনায়ক।

এ সময় হঠাৎ করে গভীর রাতে বিজিবি অধিনায়ককে সামনে পেয়ে শীতবস্ত্র গ্রহণকারী অসহায় মানুষজন আবেগ-আপ্লুত ও বিস্মিত হয়ে পড়েন। তারা বিজিবির এই মানবিক উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়কের এমন নিঃস্বার্থ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে বিজিবির ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে এবং জনমনে আশার আলো সঞ্চার করেছে। পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রভাবশালীরা এ ধরনের মানবদরদী কাজে এগিয়ে আসতে উৎসাহিত হবেন বলেও তারা মনে করেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা আশঙ্কাজনক হারে বেড়েছে। তাপমাত্রা নেমে এসেছে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে। এতে করে দুস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষজন চরম দুর্ভোগে পড়েন এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। সেই বাস্তবতা অনুধাবন করেই কোনো ধরনের প্রচারণা ছাড়াই রাতের আঁধারে সীমান্ত এলাকার মানুষের পাশে দাঁড়ান বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।