গোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- গোদাগাড়ী পৌর এলাকার সিএন্ডবি গড়ের মাঠ গ্রামের মৃত সোলাইমানের ছেলে সেলিম রেজা (৩৪)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে গোদাগাড়ী মডেল থানার এসআই আনোয়ার হোসেন ও এএসআই (নি.) হাসান আলী সঙ্গীয় ফোর্সসহ মহিষালবাড়ী বাজার এলাকায় হাইওয়ে-১ ডিউটিতে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী পৌর এলাকার সেলিম রেজার বাড়িতে ইয়াবা মজুদ করে বিক্রি করা হচ্ছে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করে পুলিশ পরিদর্শক মোমিনুল হাসানের নেতৃত্বে একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় পুলিশের সদস্যরা সেলিম রেজাকে আটক করতে সক্ষম হন। অপর দুইজন কৌশলে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া একটি পলিপ্যাক উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই পলিপ্যাক ও সেলিম রেজার হেফাজত থেকে মোট ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০০ গ্রাম।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সেলিম রেজা এবং পলাতক দুই আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, পলাতক আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানান তিনি।











