রাজশাহী মেডিকেল কলেজে শিক্ষক দিবস উদ্বোধন
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজে জাঁকজমকপূর্ণভাবে গতকাল মঙ্গলবার শিক্ষক দিবস ২০২৬ উদ্বোধন হয়।
সারাদিনব্যাপী আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করা হয় রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে আরএমসি চত্বরে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার খন্দকার ফয়সাল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার ওয়াসিম হোসেন এবং ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন ভাইস প্রিন্সিপাল ডাক্তার জহুরুল হক মিঠু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ, শিক্ষক সমিতির সভাপতি ডাক্তার আজিজুল হক আজাদ, সেক্রেটারি ডাক্তার মনোয়ার তারিখ সাবু এবং কোষাধ্যক্ষ ডাক্তার মোর্শেদ জামান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডাক্তার মিজানুর রহমান এবং ডাক্তার ফারহান ইমতিয়াজ। উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা উড়িয়ে সমাজের সকল স্তরে ন্যায্যতা প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়।











