ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৬ - ১:০৪ পূর্বাহ্ন

রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে: মিনু

  • আপডেট: Wednesday, January 14, 2026 - 11:19 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন দলটির সদ্য প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিজানুর রহমান মিনু বলেন, আমি আপনাদের বড় ভাই, অভিজ্ঞতা থেকে বলতে পারি- ইনশাআল্লাহ, আগামী দিনের সিঁড়ি অপেক্ষা করছে। ১৯৯৬ সালে রাজশাহী বিভাগে ৩৯টার মধ্যে নওগাঁর জলিল সাহেব বাদে, আর ২০০১ সালের নির্বাচনে নাসিম সাহেবকে বাদ দিয়ে ৩৮টি আসন আমাদের ছিল।

আসন্ন নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিনু আরও বলেন, আমাদের মা হারিয়ে গেছে। আমাদের মাঝ থেকে চলে গেছে। তাঁর সেই হাসিমুখটাকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ এই বিভাগে ৩৯টা আসনের সব আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখানে কোনো নির্বাচনের কথা আমি বলছি না। আমার অভিজ্ঞতার কথা বলছি। কারণ, বিগত ১৭ বছর আমরা শত্রুর বিরুদ্ধে লড়েছি।

মিনু বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের একজন উজ্জল নক্ষত্র। আকাশে অনেক তারা জ্বলে এবং নিভে যায়, কিন্তু বেগম জিয়ার সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন আসলেন, জয় করলেন, আবার সবাইকে এক সাগর চোখের জলে ভাসিয়ে চলে গেলেন। তিনি চলে গেলেও আজীবন বিশ্ববাসীসহ দেশের মানুষের মনের মনিকোঠায় বেঁচে আছেন। তেমনি বেগম জিয়াও সবার মনিকোঠায় উজ্জল নক্ষত্র হয়েই বেঁচে থাকবেন।

এদিকে উপস্থিত রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা বেগম জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। তারাও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা কলে দলের হয়ে আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী-০৫ আসনে (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন আলী প্রমুখ।

এছাড়াও রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।