ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৬ - ৫:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার ডিবি’র

  • আপডেট: Wednesday, January 14, 2026 - 12:22 am

স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার মহানগরীর শাহ্মখদুম থানাধীন সিলিন্দা বটতলা এলাকায় ৩/৪ জনের একদল ছিনতাইকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় সেখানে অবস্থিত আওয়ামী লীগের অফিসের সামনে কিছু একটা ফেলে দিয়ে আম বাগানের ভিতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ডিবি পুলিশের টিম স্থানীয় নাইট গার্ডদের সাথে নিয়ে আওয়ামী লীগ অফিসের পূর্ব পার্শ্বে ফাঁকা স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করে।

পিস্তলের গায়ে ইংরেজিতে গঅউঊ ওঘ টঝঅ লেখা রয়েছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।