ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৬ - ৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় স্বাস্থ্য বিভাগের ১৭ জনকে বিদায় সংবর্ধনা

  • আপডেট: Wednesday, January 14, 2026 - 12:45 am

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৭ জন অবসর জনিত বিদায়ী কর্মকর্তা-কর্মচারীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. আসাদুজ্জামান।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ও সেবার ধারাবাহিকতায় বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের অবদান অনস্বীকার্য। তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের কারণেই এই প্রতিষ্ঠান মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। তিনি বিদায়ীদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ।

বিদায়ীদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নূর তাজ হোসেন, নার্সিং সুপারভাইজার তানজিলা খাতুন, বিদায়ী অফিস সহকারী মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক শরিফুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য সহকারী নজরুল ইসলাম তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক বনভোজনে অংশগ্রহণকারীদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।