ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৬ - ৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ আহত-৩

  • আপডেট: Wednesday, January 14, 2026 - 12:29 am

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মী বিএনপিতে আসতে চায়। একটি পক্ষ চাইলেও বাধ সাধেন আরেকটি পক্ষ। এ ঘটনাকে ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবা ছেলেসহ ৩ জন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যার পর উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, চৌপুকুরিয়া গ্রামের শাহেদ আলী, রেজাউল ইসলাম (৪৫) ও তার ছেলে ইমন (২০)।

‎‎স্থানীয়রা জানান, গত সোমবার বিকালে কাঁঠালবাড়ীয়া শহিদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপি কর্মি রেজাউল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে আশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করেন আরেক বিএনপি কর্মী বাক্কার। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে বাক্কারের ভাই শাহেদ, রেজাউল ও তার ছেলে ইমন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।