গাড়ি কেনাবেচা ও মালিকানা হস্তান্তর নিয়ে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে গাড়ির মালিকানা হস্তান্তর ও যন্ত্রাংশ পরিবর্তনকে কেন্দ্র করে প্রতারণা ও মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সাবেক যুবদল নেতা এ.এইচ.এম শফিক মাহমুদ তন্ময়।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নুর আহমদ নামে এক ব্যক্তি সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান, তিনি গত ২৯ অক্টোবর নগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার নুর আল আসাসের কাছ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় জিপ গাড়ি কিনেন। এর আগে নুর আল আসাস ৫ মার্চ এফিডেভিটের মাধ্যমে সৈয়দ জাফর মতিন (রাজিব)-এর কাছ থেকে এবং সৈয়দ জাফর মতিন রাজিব ৫ মে ২০২৩ এফিডেভিটের মাধ্যমে নুর আহমদের কাছ থেকে গাড়িটি ক্রয় করেন। গাড়িটি ব্যবহারের এক পর্যায়ে ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ করানোর জন্য তিনি নুর আহমদের গ্যারেজে গাড়িটি নিয়ে যান। এ সময় নুর আহমদ তার নিজস্ব পার্কিংয়ে গাড়ি রেখে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি মালিকানা পরিবর্তন ও কাগজপত্র হালনাগাদ সংক্রান্ত বিষয়ে তিনি নুর আহমদের পরামর্শ নেন।
তখন নুর আহমদ তাকে জানান, গাড়ির কাগজ ‘ফেল’ রয়েছে এবং সব মিলিয়ে তিন লাখ টাকা দিলেই মালিকানা পরিবর্তনের কাজ সম্পন্ন হবে। এই বিশ্বাসের ওপর ভর করে তিনি প্রথমে দুই লাখ এবং পরবর্তীতে আরও এক লাখ টাকা নুর আহমদের হাতে দেন। তবে নির্ধারিত সময় পার হলেও কাজের কোনো অগ্রগতি না হওয়ায় তিনি টাকা জমার রশিদ দেখতে চাইলে নুর আহমদ টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন তন্ময়। নিজের দায় এড়াতে এবং তাকে বিপদে ফেলার উদ্দেশ্যেই নুর আহমদ তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছেন।











