ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৬ - ৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

গণভোট-নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা

  • আপডেট: Wednesday, January 14, 2026 - 12:27 am

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগীতানুষ্ঠান ও গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে এই সংগীতানুষ্ঠান ও গম্ভীরা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মণ জানান, মূলত, গণভোট ও জাতীয় সংসদ নিার্বচন-২৬ এর প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীবৃন্দের পরিবেশনায় এই সংগীতানুষ্ঠানের আয়োজন। দেশের সব জেলা, উপজেলা এবং ইউনিয়নে গণভোট কি, হ্যাঁ বা না ভোট কি এবং কিভাবে ভোটাররা ভোট প্রদান করবেন এই সংগীতানুষ্ঠানের মাধ্যমে উদ্ধুত করা হচ্ছে ভোটারদের। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা।