হরিজন পল্লীর শীতার্ত বাসিন্দাদের পাশে ইঞ্জিনিয়ার শাকিল
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শীতার্ত হরিজন পল্লীর বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর রেলগেটে অবস্থিত হরিজন পল্লীর প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক ইঞ্জি: মো. শাকিলুর রহমান শাকিল।
শীতবস্ত্র বিতরণকালে তিনি হরিজন পল্লীর বাসিন্দাদের যেকোন সমস্যা ও আপদ-বিপদে নিঃস্বার্থে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় হরিজন পল্লীর সদস্যরা ইঞ্জিনিয়ার শাকিলের নানা কাজের প্রশংসা করেন এবং আগামীতে তার প্রতি সামাজিক ও রাজনৈতিক সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
সোনালী/জগদীশ রবিদাস











