শীতার্তদের মাঝে কম্বল বিতরন
স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ মহসীন এবং নওহাটার বায়ায় সিসিডিবি কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
গতকাল রাতে রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মহানগর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসীন শীতার্ত ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। তিনি নিজে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন । এসময় তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই ক্ষুদ্র উদ্যোগ। এসময় তিনি সমাজের বিত্তবান ও রাজনৈতিক সচেতন সকলকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ।
এদিকে গতকাল নগরীর বায়া এলাকার শীতার্ত নারীদের মাঝে ৭৫টি কম্বল বিতরন করা হয়। সিসিডিবির এলাকা সমন্বয়কারি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়গাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল রানা, আসমা কোল্ডস্টোরেজের স্বত্বাধিকারি খন্দকার আউলিয়া রাজিব ওয়াহেদ, সাহেব বাজার আলিফ ইলেক্ট্রনিক্স এর মালিক মো: শাহজালাল, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ি তরিকুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ। সার্বিক দায়িত্বে ছিলেন সিসিডিবি বায়া শাখা ব্যবস্থাপক রায়হান উদ্দিন মন্ডল।











