রাজশাহী তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শণে তথ্য সচিব
স্টাফ রিপোর্টার: গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের পাশে নির্মিতব্য আধুনিক তথ্য কমপ্লেক্সের অগ্রগতি পরিদর্শনকালে এমন নির্দেশনা দেন তিনি । সচিব বলেছেন, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে সরকারের বরাদ্দ অর্থ স্বচ্ছতার সাথে ব্যয় করতে হবে। আর্থিক ব্যয়ে স্বচ্ছতার পাশাপাশি যথাসময়ে প্রকল্প শেষ করতে হবে।
এই প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজের গতিধারা বাড়ানোর সাথে সাথে দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে হবে। অর্থের কোনো সমস্যা নেই, অর্থ ছাড় হয়ে গেছে। পরিদর্শনকালে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান ও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন ও সৈয়দ এ মু’মেনসহ রাজশাহীতে তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আজ মঙ্গলবার রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। সকাল দশটায় সচিব রাজশাহী সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে নারী ভোটারদের জন্য অনুষ্ঠিত ‘গণভোট ও নির্বাচন ২০২৬ প্রচারণা’ শীর্ষক অনুষ্ঠানে এবং বেলা সাড়ে এগারোটায় একই শিরোনামে রাজশাহী সরকারি কলেজে ফার্স্ট ভোটারদের (প্রথমবারের মতো ভোটার) জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজ বিকাল তিনটায় তথ্য ও সম্প্রচার সচিব গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে পবা উপজেলার পারিলা ইউনিয়নের পুড়াপুকুর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে অংশগ্রহণ করবেন।










