ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ৫:৩৮ পূর্বাহ্ন

বেগম জিয়া ছিলেন দেশের জনগণের আলোকবর্তিকা: মিলন

  • আপডেট: Tuesday, January 13, 2026 - 12:35 am

স্টাফ রিপোর্টার: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের সাথে আপোস করেননি। আপোস না করায় তাঁকে নানাভাবে নির্যাতিত হতে হয়েছে। তিনি শুধু বিএনপির নেতা নয়। তিনি হচ্ছেন সারা দেশের মানুষের নেত্রী। কারণ তাঁর রাজনৈতিক প্রজ্ঞর কারনে জনগণের ভালবাসা পেয়েছিলেন। এ এদেশের জনগণের ভাগ্য উন্নয়নে তিনি ছিলেন আলোকবর্তিকা। কারণ তিনি সবাইকে নিয়ে দেশ গড়ে গেছেন।

গতকাল সোমবার বিকেলে মোহনপুর উপজেলার মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বাকশিমইল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজেনে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী অ্যডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলামিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও মোহনপুর উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সামাদ, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান হেনা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আক্তার সামসুজ্জাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান।