ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ৫:৩৬ পূর্বাহ্ন

পৌষ সংক্রান্তি, পিঠে-পুলির উৎসবে মুখর গ্রামাঞ্চল

  • আপডেট: Tuesday, January 13, 2026 - 12:22 am

মোজাম্মেল হক, চারঘাট থেকে: বাংলা বছরের পৌষ মাসের শেষ দিন। পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বাংলার গ্রামীণ জীবনে বিশেষ আনন্দময়। উৎসবের প্রধান বৈশিষ্ট্য হলো পিঠে-পুলির অনুষ্ঠান। নতুন চাল, নারকেল এবং খেজুর গুড় দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের পিঠে, যেমন পাটিসাপটা, দুধপুলি, ভাপাপিঠা ইত্যাদি।

নারীরা একত্রিত হয়ে পিঠে তৈরিতে অংশ নিচ্ছেন, যা গ্রামীণ সংস্কৃতির এক অনন্য চিত্র আর শিশুদের কোলাহলে প্রাণ ফিরে পায় গ্রাম। পৌষ সংক্রান্তি উপলক্ষে অনেক এলাকায় বসেছে গ্রামীণ মেলা।

সেখানে কাঠের খেলনা, মাটির হাঁড়ি, বাঁশের তৈরি সামগ্রী ও লোকজ খাবারের দোকানে ভিড় করছেন দর্শনার্থীরা। কোথাও কোথাও আয়োজন করা হয়েছে লাঠিখেলা, হাডুডু, নৌকাবাইচ ও বাউল গানের আসর।

উপজেলার স্থানীয় প্রবীণরা জানান, পৌষ সংক্রান্তি শুধু একটি উৎসব নয়, এটি চারঘাট অঞ্চলের গ্রামীণ জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই দিনে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা একে অপরের বাড়িতে গিয়ে পিঠে খাওয়ার মাধ্যমে সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করেন। প্রজন্ম থেকে প্রজন্মে এই উৎসব গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে চলেছে।

অনেকে মনে করেন, আধুনিকতার প্রভাবে গ্রামীণ জীবনে নানা পরিবর্তন এলেও পৌষ সংক্রান্তির আবেদন এখনো অটুট রয়েছে। শহুরে ব্যস্ততা থেকে দূরে থাকা গ্রামগুলোতে এই উৎসব মানুষকে কিছুটা হলেও শেকড়ের কাছে ফিরিয়ে আনে। শীতের সকালে ধোঁয়া ওঠা চুলা, গুড়ের মিষ্টি গন্ধ, লোকজ গানের সুর আর মানুষের হাসি-আনন্দ-সব মিলিয়ে চারঘাটে পৌষ সংক্রান্তি যেন গ্রাম বাংলার হারানো ছন্দকে নতুন করে ফিরিয়ে আনে।