ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৬ - ১২:২৭ পূর্বাহ্ন

দিন-দুপুরে পবা সাব-রেজিস্ট্রি অফিসের নিচ থেকে মোটরসাইকেল চুরি

  • আপডেট: Tuesday, January 13, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: দিন-দুুপরে রাজশাহীর পবা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের পশ্চিম পাশের একটি ভবনের নিচ থেকে এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

মোটরসাইকেলের মালিকের নাম জয়নাল আবেদীন। তিনি পবা উপজেলার কসবা এলাকার বাবুল হোসেনের ছেলে। এ ঘটনায় জয়নাল আবেদীন মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে জয়নাল আবেদীন তার ব্যক্তিগত একটি কাজে পবা সাব-রেজিস্ট্রি অফিসে যান। এসময় তিনি অফিসের পশ্চিম পাশের একটি ভবনের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে ভবনের নিচ তলায় অবস্থান করছিলেন।

এসময় দুপুর আনুমানিক ১টায় অজ্ঞাত কে-বা কাহারা তার ব্যবহৃত হোন্ডা কোম্পানির লিভো ব্লু রঙের ১১০ সিসি মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়।

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর: রাজ মেট্রো-হ-১৩-৮২৯৮, চেসিস নম্বর: PS0JCH790PH500252, ইঞ্জিন নম্বর: JC87E-1100687। মোটরসাইকেল চুরির পর ভুক্তভোগী জয়নাল আবেদীন ঘটনাস্থলের আশেপাশে অনেক খোঁজাখুঁজির ও জিজ্ঞাসাবাদের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তিনি আইনি সহায়তার জন্য শাহমখদুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আরএমপির শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে।’