ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ৫:৫৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার স্বপ্ন পূরণে কাজ করতে চাই: আবু সাঈদ চাঁদ

  • আপডেট: Tuesday, January 13, 2026 - 12:00 am

বাঘা প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার স্বপ্নপূরণে কাজ করতে চাই বলে জানিয়েছেন রাজশাহী-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। গতকাল সোমবার বিকেলে বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

চাঁদ বলেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা ব্যক্তিকে নয়, দলকে ভালোবাসেন। তারেক রহমান আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই মিলে আসনটি তাকে উপহার দিতে চাই। তারেক রহমান দেশের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই। আপনারা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন আহ্বান করছি। আমি তারেক রহমানের নির্দেশনা মেনে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

১ নং বাজুবাঘা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়।

আনুষ্ঠানে বাঘা উপজেলা বিএনপির নেতা আসলাম হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, রাজশাহী জেলা ছাত্রদল আহ্বায়ক এস এম সালাউদ্দীন আহম্মেদ শামিম সরকার। অনুষ্ঠান টি পরিচলনা করেন বাঘা থানা ছাত্রদল সদস্য সচিব সেলিম আহম্মেদ। মঞ্চে উপস্থিত ছিলেন বাঘা থানা বিএনপির নেতা সুরুজ্জামান সুরুজ, আফাজ উদ্দীন, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, থানা যুবদল নেতা শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দল সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন প্রমুখ।