ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ৯:৪৫ পূর্বাহ্ন

রাজশাহীর দুই উপজেলায় গণভোট ও গণতন্ত্র শীর্ষক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, January 13, 2026 - 12:01 am

বাগমারা ও চারঘাট প্রতিনিধি: রাজশাহীর দুই উপজেলা বাগমারা ও চারঘাটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ‘নির্বাচন, গণভোট ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাগমারা প্রতিনিধি জানান, গতকাল সোমবার সকালে বাগমারা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নির্বাচন প্রক্রিয়ায় নাগরিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক ও উপজেলা প্রকৌশলী মনসুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সংশ্লিষ্ট আইন, নাগরিকদের দায়িত্ব ও করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগে গণভোটের গুরুত্ব এবং গণতন্ত্র শক্তিশালী করতে জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে চারঘাট প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচন, গণভোট ও গণতন্ত্র শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, চারঘাট পৌরসভা নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান ও উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আফরোজা খাতুন।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। সভায়, নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সেবা গ্রহিতাদের মাঝে গণভোটের বিষয়ে প্রচারণা, নির্বাচন পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, প্রশাসনিক প্রস্তুতি ও দায়িত্ব পালনে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।