ঢাকা | জানুয়ারী ১২, ২০২৬ - ৫:১৮ পূর্বাহ্ন

রাজশাহীতে আটক নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র কারাগারে

  • আপডেট: Sunday, January 11, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আটক নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মাসুমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৪ সালের ৫ আগস্টের পর রাজশাহীতে আত্মগোপনে ছিল মাসুম।

শনিবার রাতে স্থানীয় জনতা তাকে আটক করে রাজশাহীর চন্দ্রিমা থানায় হন্তান্তর করে। সেখান থেকে পুলিশ তাকে নাটোর থানায় হস্তান্তর করে।

গতকাল রোববার দুপুরে মাসুমকে নাটোর-২ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসায় শিক্ষার্থী ইয়াসিন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। বিচারক মো. ফয়সল তারেক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর থানার উপ-পরিদর্শক শাহাদৎ হোসেন জানান, প্রাথমিক ভাবে মাসুমের বিরুদ্ধে ৩টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।