রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইকোনমিস্ক অলিম্পিয়াড- রাজশাহী অঞ্চল উদ্বোধন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিস্ক অলিম্পিয়াড- রাজশাহী অঞ্চল উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এসময় তিনি বলেন, “এই একুশ শতকে এসে এখনও আমরা নগদ টাকায় লেনদেনে অভ্যস্ত, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন নগদ টাকার বদলে বিকল্প ব্যবস্থা যেমন, ক্রেডিট কার্ড, ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি চলছে। আগামী দিনগুলোতে বিশ্ব অর্থ ব্যবস্থা বিগডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত হবে এটা প্রায় নিশ্চিত। বিষয়গুলো দারুণ চ্যালেঞ্জিং হলেও এর একটা উজ্জ্বল সম্ভাবনা আছে। ইকোনমিক্স অলিম্পিয়াডের মতো আয়োজনগুলো অর্থনীতির এইসব পথ-প্রান্তর বুঝতে ও আগামী দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় পথ দেখাবে বলে আমি আশাবাদী।”
রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে অন্যদের মধ্যে অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর এ এন কে নোমান বক্তব্য রাখেন।











