সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সোনালী ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার রেনী এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মাইশা সামিহা জামানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৪১ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, সিআইডি পুলিশের তরফে ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগের পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
এতে বলা হয়, খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ সংশ্লিষ্টরা অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, অর্জন ও ভোগ বিলাসের চেষ্টা করছেন বলে তথ্য মিলেছে। মামলার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা দরকার। জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামানের ছেলে লিটন ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন।
১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (পবা-বোয়ালিয়া) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন। লিটন ২০০৮ সালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে ২০১৮ ও ২০২৩ সালে তিনি একই পদে জয়ের মুখ দেখেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্যান্য নগর সংস্থার মতো রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে লিটন অপসারিত হন। তিনি ২০২১ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী রেনী রাজশাহী মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে রয়েছেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ মার্চ লিটন পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।











