সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ গড়তে হবে: মিলন
স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ করে একসাথে আগামীর বাংলাদেশ গড়তে চেয়েছেন। এবিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ বলে জনান।
গতকাল রোববার পবা উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া শিখিয়ে গেছেন কিভাবে সবাইকে এক কাতারে আনা যায়। বেগম জিয়াকে পতিত সরকার শত চেষ্টা করেও দেশ থেকে বিতাড়িত করতে পারেনি। কারণ তিনি বলতেন এ দেশ ছাড়া তাঁর কোথাও কিছু নাই। বেগম জিয়া ছিলেন একজন সাধারণ গৃহিনী।
১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরে সবার অনুরোধে তিনি ১৯৮২ সালে রাজনীতিতে প্রবেশ করেন। প্রবেশ করেই তিনি দলের হাল ধরেন। প্রথমে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরে চেয়ারপার্সন হন। বেগম জিয়া শুধু এদেশের প্রধানমন্ত্রী নয়। তিনি মাদার অব ডেমোক্রেসী হিসেবে সারাবিশ্বে পরিচিতি পেয়েছেন।
পবা উপজেলা দলিল লেখক সমিতি চত্বরে অত্র সমিতির সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব রেজিষ্টার শাহিন আলী, বিএনপি রাজশাহী জেলার সদস্য, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক।
পবা উপজেলা দলিল লেখক সমিতির দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি নূরুন্নবী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অত্র সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং সাধারণ সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।











