ঢাকা | জানুয়ারী ১২, ২০২৬ - ৩:১৩ পূর্বাহ্ন

রুয়েটে ২১ কিলোমিটার হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন চৈতি

  • আপডেট: Sunday, January 11, 2026 - 10:00 pm

স্পোর্টস ডেস্ক: রুয়েটের তৃতীয় হাফ ম্যারাথন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় একমাত্র নারী ফিনিশার হিসেবে শীর্ষস্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছেন ডা. নুসরাত শারমিন চৈতি।

প্রায় ৪ শতাধিক অংশগ্রহণকারী দৌড়েছে এই প্রতিযোগিতায়। যার মধ্যে রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নগরীর বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ মানুষ অংশ নেন। ম্যারাথনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও বিজয়ীদের হাতে ট্রফি, পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এসময় ডা. নুসরাত শারমিন চৈতি তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই প্রতিযোগিতায় অংশ নেওয়া আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। প্রতিটি ধাপেই অনুভব করছিলাম শারীরিক শক্তি ও মানসিক ধৈর্যের পরীক্ষা। এমন আয়োজনে অংশ নেওয়া কেবল দৌড়ই নয়, এটি আমাদের আত্মনির্ভরশীলতা, ধৈর্য্য এবং সুস্থ জীবনধারার প্রতি উৎসাহ বাড়ায়। আমি আনন্দিত যে নারীদেরও এই হাফ ম্যারাথনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে এবং আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করতে পারছি। আশা করি, আরও শিক্ষার্থী ও তরুণ ভবিষ্যতে এই ধরনের আয়োজনে অংশ নেবে, যেন সুস্থতা ও খেলাধুলার সংস্কৃতি আরও প্রসারিত হয়।”

তিনি আরও জানান, “গত বছর ১লা সেপ্টেম্বর নেপালে ৫৫৫ ফিট উচ্চতা থেকে বাংগী জাম্প দিয়েছি। সেই অভিজ্ঞতাও আমাকে সাহসী হতে ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখিয়েছে।

ম্যারাথনের আয়োজন করেছে রুয়েটের অ্যাডভেঞ্চার ক্লাব ‘অভিযাত্রিক’। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা চর্চায় উদ্বুদ্ধ করা এবং ক্যাম্পাসে খেলাধুলা ও সুস্থ জীবনধারার ধারাকে আরও প্রসারিত করা। ম্যারাথন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ২১ কিলোমিটার হাফ ম্যারাথন, পুরুষ ও নারী ১০ কিলোমিটার ফান রান। এই তিনটির মধ্যে সবচেয়ে চমকপ্রদ ছিল ২১ কিলোমিটার হাফ ম্যারাথন। এতে একমাত্র নারী ফিনিশার হিসেবে শীর্ষস্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছেন ডা. নুসরাত শারমিন চৈতি।

পুরুষ ফিনিশারে প্রথম স্থান অর্জন করেন নাবিদ মোস্তফা জিসান, যিনি ১ ঘণ্টা ২৪ মিনিটে দৌড় সম্পন্ন করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মহিবুর রহমান রিন্টু (১ ঘণ্টা ২৬ মিনিট) এবং তাইমুর খান তুর্য (১ ঘণ্টা ৩৫ মিনিট)। নারী ১০ কিলোমিটার ফান রানে জান্নাত আরা মুক্তি ১ ঘণ্টায় ফিনিশ লাইন অতিক্রম করে প্রথম হন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন রানী টিকাদার (১ ঘণ্টা ১ মিনিট) ও আজিজা আয়েশা কাদেরী (১ ঘণ্টা ৯ মিনিট)। পুরুষদের ১০ কিলোমিটার ফান রানে প্রথম স্থান অধিকার করেন রহিমউদ্দিন, ২য় ও ৩য় স্থান যথাক্রমে রায়হান হোসেন ও স্বাধীন হোসেন।