রাজশাহী এডিটরস ফোরামের সাথে হাসেন আলী ব্যবসায়ী পরিষদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার: আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে অংশ গ্রহণকারী ‘হাসেন আলী ব্যবসায়ী পরিষদ’ নেতৃবৃন্দ রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন।
রোববার রাতে রাজশাহীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী হাসেন আলী জানান, আগামী দিনগুলোতে ব্যবসায়ীদের সুখে-দু:খে পাশে থাকবেন তারা। তার প্যানেল বিজয়ি হলে রাজশাহী চেম্বার কমার্স এর পক্ষ থেকে সাধারণ ব্যবসায়িদের ব্যবসা সম্প্রসারণে সব ধরনের সহায়তা করা হবে।
প্যানেলের পক্ষ থেকে অঙ্গীকার ঘোষণা করা হয়েছে, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আপসহীন থাকবো, রাজশাহীর অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো, চেম্বারকে গড়ে তুলব একটি শক্তিশালী, আধুনিক ও সম্মানজনক প্রতিষ্ঠানে। মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন হাসেন আলী ব্যবসায়ী পরিষদ রাজশাহীর সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী শফিউল আলম (বুলু) ও সহ সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ (জিয়া) ।
মতবিনিময়কালে সভাপতি পদপ্রার্থী হাসেন আলী বলেন, তার প্যানেল নির্বাচিত হলে চেম্বার ভবনে ব্যবসায়ীদের জন্য একটি আধুনিক ‘ওয়ান স্টপ সার্ভিস ডেস্ক’ চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। যেখানে টিন, ভ্যাট, ট্রেড লাইসেন্স, ব্যাংকিং ও সংশ্লিষ্ট আইনগত বিষয়ে সমন্বিত তথ্য ও সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ব্যবসায়ী-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার মাধ্যমে সদস্যদের আস্থা ও অংশগ্রহণ আরও সুদৃঢ় করা হবে। রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, কার্গো সার্ভিস চালুর সম্ভাবনা, কৃষিপণ্য রপ্তানির সুবিধা সম্প্রাসারণ, রাজশাহী-ঢাকা সড়ক ও ৮টি বিভাগের সাথে সরাসরি রেল গোযোগ উন্নয়ন এবং গোদাগাড়ীর সুলতানগঞ্জ স্থলবন্দরকে কার্যকার করতে সংশ্লিষ্ট কর্তৃপণের সঙ্গে সমন্বয়মূলক ভূমিকা পালন করা হবে। আইটি, নার্সিং, কারিগরি শিক্ষা পর্যটন ও হোটেল ম্যানেজমেন্টসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে সহায়ক ভূমিক রাখা হবে। এছাড়া, কর্মসংস্থান ও বিনিয়োগ সম্প্রসারণ, মৎস্য শিল্প উন্নয়ন, কৃষিপণ্য ভ্যালু অ্যাডিশন, কর্পোরেট সামাজিক দ্বায়বদ্ধতা স্বাস্থ্যখাতে অবকাঠামো উন্নয়ন, চামড়া শিল্প বিকেন্দ্রীকরণ,উদ্যোক্তা উন্নয়ন, ট্রাফিক ও ফুটপাত নিয়ন্ত্রণ, রেশম শিল্প উন্নয়ন বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান হাসেন আলী।
মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু।











