ঢাকা | জানুয়ারী ১২, ২০২৬ - ৩:২৫ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ২৪

  • আপডেট: Sunday, January 11, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএমপি সূত্র জানায়, অভিযানে মোট ৪৪ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কুলসুম বেগম (২২) ও মো: আরিফ (৩৫)। কুলসুম পবা থানার নওহাটা এলাকার মো: সুমনের স্ত্রী ও আরিফ মহানগরীর মতিহার থানার বামনশিকর এলাকার মো: আশরাফের ছেলে।

গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার নওহাটা এলাকায় কুলসুমের বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী কুলসুমকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী সুমন কৌশলে পালিয়ে যায়। পরে শালীনতা বজায় রেখে কুলসুমের দেহ তল্লাশি করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

অপরদিকে গত শনিবার রাত পৌনে ৯টার চন্দ্রিমা থানার কৃষি ব্যাংকের মোড়ে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার খড়খড়ি বাজারে এনামুলের মুরগি দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক বিক্রয়ের জন্য অবস্থানকারী আরিফকে গ্রেপ্তার করা হয়। এসময় আরিফের দেহ তল্লাশি করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া আরএমপি বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২২ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।