পোরশা সীমান্তে ভারতীয় মদসহ চোরাকারবারী আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতের দুই বোতল মদসহ এক চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির নিতপুর বিওপির টহল সদস্যরা। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিতপুর দিয়রাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নসিব (২৩) নামে ঐ চোরাকারবারী নিতপুর বাঙ্গালপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর শফিকুর রহমান জানান, নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আল আমিন-এর নেতৃত্বে বিশেষ টহল দল নিতপুর দিয়াড়াপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে দুই বোতল ভারতীয় মদসহ ওই চোরাকারবারীকে আটক করেন।
পরে পোরশা থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্যসহ রাতেই তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখা হবে।











