নিয়ামতপুরে ভুটভুটির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আহত ভ্যানচালক
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ভুটভুটির ধাক্কায় ভ্যানে থাকা আরোহী বনশিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ভ্যানচালক মিঠু (৩০) গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের বাবুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বনশিয়া উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রামাপাড়া এলাকার বাসিন্দা। পরিবার ও থানা সূত্রে জানা যায়, বনশিয়া খড়ি ক্রয়ের জন্য ঘটনার দিন বিকেলে উপজেলা সদরে আসেন।
বাড়ি ফেরার পথে বাবুবাজার এলাকায় টিভিএস মোটরসাইকেল শোরুমের সামনে পেছন দিক থেকে আসা একটি ভুটভুটি ধাক্কা দেয় ভ্যান গাড়িটিকে। এসময় ভ্যান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন বনশিয়া ও ভ্যানচালক।
স্থানীয়রা উদ্ধার করে তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য নিহত বনশিয়াকে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় তাঁর। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুটভুটি চালকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক আইনে একটি মামলা হয়েছে।











