ঢাকা | জানুয়ারী ১২, ২০২৬ - ৩:২৫ পূর্বাহ্ন

নগরীতে মোটর শ্রমিকদের কন্যাদান ভাতা প্রদান

  • আপডেট: Sunday, January 11, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: গতকাল রোববার নগরীর শিরোইল বাস টার্মিনালে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সদস্য শ্রমিকের মাঝে কন্যাদান আর্থিক সহায়তা প্রদান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সভাপতি রাজশাহী জেলা শ্রমিক দল রোকনুজ্জামান আলাম, সাধারণ সম্পাদক রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ নজরুল ইসলাম হেলাল।

স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়ন রফিকুল ইসলাম পাখি। সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ রাজশাহী জেল মটর শ্রমিক ইউনিয়ন জহুরুল ইসলাম জনি।

সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়ন রফিকুল ইসলাম তোতা। দোয়া শেষে কন্যাদানের ১৬ লক্ষ ৮০ হাজার টাকা শ্রমিক পরিবারের হাতে তুলে দেওয়া হয়।