ঢাকা | জানুয়ারী ১২, ২০২৬ - ৩:২৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার স্মরণে বাঘায় দোয়া ও আলোচনা সভা

  • আপডেট: Sunday, January 11, 2026 - 10:29 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকাল সাড়ে ৪টায় স্বেচ্ছাসেবক দল বাঘা উপজেলা ও বাঘা পৌর শাখার আয়োজনে ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজ মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল বাঘা উপজেলার সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম। বাঘা পৌর শাখার স্বেচ্ছাসেবক দল সাবেক আহ্বায়ক তহিদুল ইসলাম পলানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।

প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, যুগ্ম আহ্বায়ক আরিফিন প্রমুখ।