ঢাকা | জানুয়ারী ১২, ২০২৬ - ৩:২৫ পূর্বাহ্ন

কাটাখালীতে ৩ জুয়াড়ি গ্রেপ্তার, জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

  • আপডেট: Sunday, January 11, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: নগরীর কাটাখালী বেলঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জাকারিয়া (৩৩), রাব্বি মিয়া (২৬) ও লিটন মিয়া (৩১)।

জাকারিয়া রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর গোয়ালপাড়া এলাকার বাবর আলীর ছেলে। রাব্বি একই থানার বেলঘরিয়া পূর্বপাড়া এলাকার আবেদ আলীর ছেলে ও লিটন একই থানার শ্যামপুর নগরপাড়া এলাকার আয়নাল হকের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।