ঢাকা | জানুয়ারী ১১, ২০২৬ - ১:৫৪ অপরাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের তিন স্থানে ফাটল, মেরামত কাজ চলছে

  • আপডেট: Sunday, January 11, 2026 - 12:19 am

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ও পাবনার ঈশ্বরদী রেলপথের তিনটি স্থানে রেললাইনের সংযোগ অংশে ফাটল দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সকাল ও রাতে এসব ফাটলের ঘটনা ঘটে। এর মধ্যে দুটি স্থানের ফাটল ইতিমধ্যে মেরামত করা হয়েছে, অপর একটি স্থানে মেরামত কাজ চলমান রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে পাবনার দিলপাশার এলাকায় রেললাইনের একটি সংযোগ অংশে ফাটল দেখা দিলে তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়। পরে রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও পাবনার মুলাডুলি এলাকায় আরও দুটি স্থানে একই ধরনের ফাটল ধরা পড়ে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) বাকি উল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট স্থানে মেরামত ও পাহারার ব্যবস্থা নেয়া হয়। রাত ১০টার দিকে মুলাডুলি এলাকার ফাটল মেরামত কাজ শেষ হয়েছে। উল্লাপাড়ার ফাটল স্থানে দ্রুতগতিতে কাজ চলছে। উল্লেখ্য, এই রেলপথ দিয়ে যমুনা রেলসেতু অতিক্রম করে প্রতিদিন প্রায় ৩৮ জোড়া ট্রেন ঢাকা ও দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের মধ্যে চলাচল করে। রেললাইন নিরাপদ রাখতে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।