ঢাকা | জানুয়ারী ১২, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে আলোচনা সভা

  • আপডেট: Sunday, January 11, 2026 - 12:36 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে গতকাল শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে সমাজের জনপ্রতিনিধিদের সঙ্গে এক সামাজিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রবীণ উন্নয়ন কর্মী এভারেস্ট হেমব্রম, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, সাংবাদিক মোমিনুল ইসলাম বাবু। মুক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন ব্যাংকার তাহাসিন রেজা, উন্নয়ন কর্মী হাসিবুল হাসান, গোলাম কিবরিয়া, আলিমা খাতুন লিমা, সাংবাদিক গোলাম সারোয়ার, ইউসুফ আদনান, দুলাল আব্দুল্লাহ, ছোটন সরদার ও মাওলানা মাকসুদুল্লাহ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা (ইমাম), সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সামাজিক ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন ও রুফটপ সোলার বাস্তবায়ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। নাগরিক সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম চাঁপাইনবয়াবগঞ্জ, প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি), পরিবর্তন এবং ক্লিন যৌথভাবে এই সামাজিক পরামর্শ সভার আয়োজন করে।

এই সামাজিক পরামর্শ সভার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় অংশীজনদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও সুফল তুলে ধরা এবং রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে কীভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে সে বিষয়ে সবাইকে অবহিত করা। সভায় জ্বালানি সঙ্কট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা রুফটপ সোলার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ, সুযোগ ও জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন এবং কমিউনিটির মানুষকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করার অঙ্গীকার করেন।