পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হককে আটক করেছে থানা পুলিশ।
গত শুক্রবার সন্ধার পরে পোরশা থানার এসআই জিয়াউর রহমান ও এসআই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঙ্গুরিয়া বাজার থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
আটকের ঘটনা নিশ্চিত করে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, আটক তোজাম্মেল গাঙ্গুরিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।











