তানোরে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল
তানোর প্রতিনিধি: মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর তানোর উপজেলা, তানোর পৌরসভা, মুন্ডুমালা পৌর সভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সাংসদ প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি দোয়া মাহফিলে বেগম জিয়ার জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাধায়নে ছিলেন রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য তানোর পৌর সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শফিকুল হক মিলন, রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার প্রমুখ।











