এডিটরস ফোরামের সাথে সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের মতবিনিময়
স্টাফ রির্পোটার: আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে অংশগ্রহণকারী ‘সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ নেতৃবৃন্দ রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল শনিবার দুপুরে রাজশাহীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ প্যানেলের প্রেসিডেন্ট পদপ্রার্থী খন্দকার মিজানুর রহমান খোকন রাজশাহীর ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। নির্বাচনে তাদের প্যানেল বিজয়ী হলে আগামী দিনে ব্যবসায়ীদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথা বলেন। রাজশাহীর সবকটি উপজেলাতে বণিক সমিতি কার্যকর করা ও চেম্বার অব কমার্সে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী শামসুর রহমান শান্তন ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী একেএম সারোয়ার জাহান প্রিন্স।
মতবিনিময়কালে খন্দকার মিজানুর রহমান খোকন বলেন, আমরা রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে ব্যবসায়ীদের জন্য একটি শক্তিশালী, আধুনিক ও কল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। এর মধ্য দিয়ে রাজশাহীসহ সমগ্র উত্তরাঞ্চরের অর্থনীতির ভিত্তি আরো বেগবান করতে আমরা সাধ্যমত ভূমিকা রাখবো।
আমরা আশাকরি, সকল শ্রেণির ব্যবসায়ী বন্ধুদের সাথে নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণের মধ্যদিয়ে এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে সচেষ্ট হবো। আগামী দিনে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হবে, প্রকৃত ব্যবসায়ীদের একমাত্র নির্ভরযোগ্য ভরসাস্থল।
ব্যবসায়ী নেতারা বলেন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে রাজশাহী চেম্বার অব কমার্স আগামীদিনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। কর, ভ্যাট ও লাইসেন্স সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের সহায়তা করার জন্য কাজ করা হবে। ট্রেড লাইসেন্সের অস্বাভাবকি ফি বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উদ্যাক্তাদের পাশে থেকে তাদের প্রশিক্ষণ প্রদানসহ সার্বিক বিষয়ে সহায়তা দেয়া হবে। শিল্প বিনিয়োগ ও প্রসারে গুরুত্ব দিয়ে কাজ করবে নতুন নেতৃত্ব। চেম্বার অব কমার্স পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয় প্যানেলের পক্ষ থেকে।
মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু।











