ঢাকা | জানুয়ারী ১১, ২০২৬ - ৩:৩৪ পূর্বাহ্ন

ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট: Saturday, January 10, 2026 - 12:19 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খাসপাড়া এলাকায় মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সকালে উপজেলার মান্নুমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার ধিমনিনগর গ্রামের বিকল আলী মিন্টু মিলন আলী।

ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, সকালে ফতেপুর খাসপাড়া এলাকায় মাটি ভর্তি একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী মিলন আলীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে পরিবারের সদস্যদের অনুরোধে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয় এবং দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই খাইরুল ইসলাম।