রেললাইন ভাঙার কারণে ৪০ মিনিট দেরিতে আড়ানী ছাড়লো সিল্কসিটি
বাঘা প্রতিনিধি: রেললাইন ভাঙার কারণে প্রায় ৪০ মিনিট দেরিতে আড়ানী ছেড়েছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজশাহীর আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এক ব্যক্তি রেললাইন ভাঙা দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে জানান। এরমধ্যে ভাঙা স্থানের অদূরে ট্রেন ৪০ মিনিট থামিয়ে রাখা হয়। রাজশাহী স্টেশন থেকে ট্রেনি ২০ মিনিট লেটে সকাল আটটায় ছেড়ে আড়ানী স্টেশনের অদূরে রেললাইন ভাঙার কারণে আটকে রাখা হয়। সেখান থেকে প্রায় ৪০ মিনিট দেরিতে ফের যাত্রা করেছে। সারদা রোড স্টেশনে দাঁড়িয়ে ছিল মহানন্দা এবং আড়ানী স্টেশনে ঈশ্বরদী কমিউটার ট্রেন। পরে রেলওয়ের কর্মীরা রেল মেরামত করে ট্রেনি চলাচল সাভাবিক করে।
আড়ানী স্টেশন মাস্টার সদরুল হোসেন বলেন, আড়ানী স্টেশনের পশ্চিমে আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন ভাঙার কারনে ট্রেন চলাচল কিছুটা বিলম্ব হয়েছিল। পরে মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। প্রায় ৪০ মিনিট পরে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। দ্রুত ব্যবস্থা নেয়ায় দুর্ঘটনা হয়নি। এতে যাত্রীরা কিছুটা বিড়ম্বনা পড়লেও নিরাপত্তার কারণে ট্রেন থামিয়ে রাখা হয়। রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান বলেন, ৪০ মিনিট সিল্কসিট এক্সপ্রেস ভাঙা স্থানের পশ্চিমে ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ভাঙা স্থানে শ্রমিকরা কাজ করছে।










