ঢাকা | জানুয়ারী ১০, ২০২৬ - ১১:০৩ পূর্বাহ্ন

পোরশায় নির্বাচন-গণভোটের প্রচারণায় ‘ভোটের গাড়ি’

  • আপডেট: Saturday, January 10, 2026 - 12:06 am

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে নওগাঁর পোরশায় জনসচেতনতামূলক প্রচারণা করেছে সরকার নির্ধারিত ভোটের গাড়ি। সারাদেশের প্রচারণার অংশ হিসেবে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন ভবনের সামনে এ প্রচারণা চালিয়েছে ‘ভ্রাম্যমাণ ভোটের গাড়ি’। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যে আলোকে এই প্রচারণা হচ্ছে ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন, গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং সকলের অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনি পরিবেশ গড়ে তোলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সুপার কারভাটভ্যান বহরের ভ্রাম্যমাণ গাড়িতে ঘণ্টাব্যাপী প্রমাণ্যচিত্র প্রদর্শনীতে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও সীমান্তে নিহত ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রামাণ্যচিত্রে গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরা হয়। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রচার করা হয়। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক দায়-দায়িত্ব এর ওপর গুরুত্বারোপ করেন। সেইসাথে প্রথমবারের মত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার কথা তুলে ধরেন। এসময় ইউএনও রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও নানান পেশার মানুষ উপস্থিত ছিলেন।