ঢাকা | জানুয়ারী ১০, ২০২৬ - ২:৪৫ অপরাহ্ন

বেগম জিয়ার সাথে ছায়ার মত ছিলাম: এমপি প্রার্থী শরীফ উদ্দিন

  • আপডেট: Saturday, January 10, 2026 - 12:22 am

গোদাগাড়ী প্রতিনিধি: তানোর-গোদাগাড়ী আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেছেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এমন এক মহিয়সী নারী, তার কথা বলতে গেলেই আমি আবেগআপ্লুত হয়ে পড়ি। কারণ আমি সামরিক জীবনে ৫ বছর তার সামরিক সচিব ছিলাম। আমি তার সাথে ছায়ার মত ছিলাম। গতকাল শুক্রবার বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। গতকাল বাদ আসর প্রেমতলী ডিগ্রি কলেজ মাঠে ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে এই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সহসভাপতি ব্যারি: মাহফুজুর রহমান মিলন, সাবেক সিনি: তোজ্জামেল হক, সহসভাপতি তাজমিলুর রহমান শেলী, আমিনুল ইসলাম ফটিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হযরত আলী, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল গনি, সাংগঠনিক সম্পাদক বুলু, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মেম্বার, সহসভাপতি রেজাউল করিম দুলু, সহ সাধারণ সম্পাদক সাদিউজ্জামান রুবেল প্রমুখ। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শিবগঞ্জে দোয়া মাহফিল: মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও মহিলাদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কানসাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে কানসাট বহলাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিঞা। স্থানীয় ওয়ার্ড বিএনপির সোহবুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা টমাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল হক, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ বিশ্বাস ও স্বেচ্ছাসেবকদল নেতা নাইমুল হকসহ অন্যরা। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ।

পোরশায় দোয়া মাহফিল: বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে নওগাঁর পোরশায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সারাইগাছী দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহ্ খালেদ হাসান চৌধুরী পাহিন। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সদস্য সচিব সাদেকুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।