ঢাকা | জানুয়ারী ৯, ২০২৬ - ৫:১৫ অপরাহ্ন

শিরোনাম

রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের বিদায়-বরণ অনুষ্ঠান

  • আপডেট: Thursday, January 8, 2026 - 9:25 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের বিদায়, বরণ, স্বর্ণপদক প্রদান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মোজাফফর হোসেন।

বিভাগীয় সভাপতি প্রফেসর মোইজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ ও ভেটেরিনারি ছাত্র সমিতি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।