ঢাকা | জানুয়ারী ৯, ২০২৬ - ৫:১৯ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে শৈত্যপ্রবাহ অব্যাহত, শীতে জবুথুবু প্রাণীকুল

  • আপডেট: Thursday, January 8, 2026 - 9:48 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রচণ্ড শীতে প্রাণীকুলে দেখা দিয়েছে জবুথুবু অবস্থা। এতে দরিদ্র মানুষের দুর্ভোগ চরমে পৌঁচেছে। গৃহপালিত প্রানীদেরও কাহিল অবস্থা।

রাজশাহীতে বৃহস্পতিবারও শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল। প্রচণ্ড শীতে এই অঞ্চলে প্রাণীকুলে দেখা দিয়েছে জবুথুবু অবস্থা। দরিদ্র মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দিনে সূর্যের মুখ দেখা গেলেও নেয় তাপের প্রখরতা। উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। দিনের বেলাতেও মানুষজনকে গরম কাপড় পরে বাইরে বের হতে দেখা গেছে।

শীতের প্রকোপ বৃদ্ধিতে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে বেশি। সকালে তারা কাজে যেতে পারছেন না। রাত গভীর না হতেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। শিশু ও বয়স্করা এই শীতে পড়েছেন বেশি সমস্যায়। তারা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা অসুখে। হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে বয়স্ক ও শিশুদের ভিড় বাড়ছে। চিকিৎসকরা এসময় সকলকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিচ্ছেন।

এদিকে সপ্তাহব্যাপী বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে রাজশাহীর আলু ও বোরো চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। এই আবহাওয়ায় আলুতে লেটব্লাইট ও বোরোর বীজতলায় কোল্ড ইনজুরির আশঙ্কা করছেন তারা। এই প্রতিকূল আবহাওয়ায় মাঠ পর্যায়ে চাষিদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।

শীতের তীব্রতা বৃদ্ধিতে গরম কাপড়ের ব্যবসা জমে উঠেছে। ক্রেতারাও ভিড় করছেন গরম কাপড়ের কেনাকাটায়। বিশেষ করে নিম্নআয়ের মানুষরা ভিড় করছেন ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। এই সুযোগে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল সকাল ৬ টায় ৯৫ শতাংশ এবং সন্ধ্যা ৬ টায় ৭৩ শতাংশ। তাপমাত্রা আরো কমে এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।