ঢাকা | জানুয়ারী ৯, ২০২৬ - ৫:৩১ অপরাহ্ন

শিরোনাম

বেগম জিয়া অন্যায়ের সাথে আপস করেননি: মিলন

  • আপডেট: Thursday, January 8, 2026 - 9:45 pm

স্টাফ রিপোর্টার: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি। আপস না করায় তাঁকে নানাভাবে নির্যাতিত হতে হয়েছে।

বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

মিলন বলেন, তাঁর (বেগম খালেদা জিয়া) মৃত্যু সবাইকে একতাবদ্ধ হতে শিখিয়ে গেছে। কারণ তাঁর জানাজায় বিশ্বের ২৬টি রাষ্ট্র থেকে নেতৃবৃন্দ এসেছিলেন। আর জানাজায় কত লোক হয়েছিলো তা কেউ এখন পর্যন্ত পরিমাপ করে বলতে পারেনি। আর ভবিষ্যতের পারবেনা বলে উল্লেখ করেন তিনি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বিশ্বে এমন কোন নেতার জানাজায় এত লোক হয়নি বলে জানান তিনি।

তিনি বেগম জিয়া, আরাফাত রহমান কোকো, জুলাই যুদ্ধে সকল শহিদ ও দীর্ঘ সতের বছরে স্বৈরাচার পতনের আন্দোলনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সকল মৃত মুসলিম ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে যারা অসুস্থ আছেন, তাদের সুস্থতা কামনা করে আসছে নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

মোহনপুর উপজেলা অন্তর্গত জাহানাবাদ ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে জাহানাবাদ প্রাথমিক বিদ্যারয় মাঠে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাহানাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও মোহনপুর উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো।