ঢাকা | জানুয়ারী ৯, ২০২৬ - ৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

  • আপডেট: Thursday, January 8, 2026 - 10:00 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া থানাধীন বড় সেনবাগ এলাকায় একটি গাড়ির ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তায় চলার সময় একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় বৃদ্ধা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধার এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও তথ্য প্রচার করা হয়েছে।

কেউ তাকে চিনে থাকলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করুন। পুলিশ নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ।