ঢাকা | জানুয়ারী ৯, ২০২৬ - ৫:৩১ অপরাহ্ন

শিরোনাম

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে বিশেষজ্ঞ চিকিৎসকরা

  • আপডেট: Thursday, January 8, 2026 - 9:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সকালে বৃহস্পতিবার BSCI-ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী পার্টনারশিপের ‘ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি’ বিষয়ক বৈজ্ঞানিক সিম্পোজিয়ামে এসে চিকিৎসকরা ইনস্টিটিউট পরিদর্শন করেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদলের সদস্য হলেন- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক এবং অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, বিএসসিআই সভাপতি ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও প্রধান অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, সেন্ট্রাল পুলিশ হাসপাতালের অধ্যাপক ও প্রধান এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ট হাসপাতালের প্রধান পরামর্শদাতা অধ্যাপক ডা. আমিরুজ্জামান খান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ উল্লাহ ফিরোজ, ঢামেকের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এম তৌহিদুল হক, বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. খালেদ মহসিন, এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. আতাহার আলী, ইউনাইটেড হাসপাতালের অধ্যাপক ডা. আফজালুর রহমান, স্কয়ার হাসপাতাল লিমিটেডের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের প্রধান পরামর্শদাতা অধ্যাপক খন্দকার আসাদুজ্জামান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. সাবিনা হাশেম, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক শাহরিয়ার কবির, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. একেএম মনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. তৌফিকুর রহমান ফারুক, অধ্যাপক ডা. মহসিন হোসেন ও সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এমএ খালেক, গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. দুরুল হোদা এবং বিএসসিআই’র সহযোগী অধ্যাপক সিনিয়র কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল খায়ের।

সকালে বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরা রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটে পৌছালে পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্যে সদস্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও প্রধান পরামর্শদাতা অধ্যাপক রইচ উদ্দিন মন্ডল প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করান।

এসময় চিকিৎসকদলের সামনে প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তুলে ধরা হয়। পরে চিকিৎসকদলের সদস্যরা প্রতিষ্ঠানে শীতের পিঠা উৎসবে অংশ নিয়ে তা উপভোগ করেন। পরিদর্শন শেষে চিকিৎসকদলের সদস্য দিনব্যাপী বৈজ্ঞানিক সিম্পোজিয়ামে অংশ নেন।