নিয়ামতপুরে প্রিয় শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রাথমিক শিক্ষকদের
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আ. হান্নান-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকালে উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নিয়ামতপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি ও ভাদরন্ড লক্ষীতাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, অ্যাডওয়ার্ড বিনোদ সরেন।
উপস্থিত ছিলেন ইকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম সেলিম, নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চৌরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম ফিটুসহসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষক সমিতির সদস্যরা।
অনুষ্ঠানে বিদায়ী সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আ. হান্নানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। তাঁর পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে সদ্য যোদদানকৃত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অ্যাডওয়ার্ড বিনোদ সরেন ও শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।











