নাচোলে অবৈধ সংযোগের অভিযোগে তিনজনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধ সংযোগে সেচ পাম্প চালানোর অভিযোগে তিন ব্যক্তির সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছে নাচোল পল্লী বিদ্যুত অফিস। গতকাল বৃহস্পতিবার খবর পেয়ে নাচোল পল্লী বিদ্যুতের অফিসের কর্মকর্তারা নাচোল উপজেলার কসবা ইউপির মহেষপুর এলকা থেকে তিন ব্যক্তির সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে।
জানা যায়, গত ১০ বছর পূর্বে নাচোল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) থেকে কসবা ইউপির মহেষপুর এলাকার মজির সরদার এর ছেলে লুৎফর রহমান একটি সেচের অনুমোদন নিয়ে একই নামে ৩ থেকে চারটি সেচ পাম্প স্থাপন করেন এবং একটি বৈদ্যুতিক মিটার থেকে একাধিক সংযোগে বিদ্যুত ব্যবহার করে আসছিলেন। এছাড়া একই এলাকার তোবজুল হোসেনের ছেলে মুক্তার হোসেন এবং খাদেম আলীর ছেলে জামিনুর একটি সেচের অনুমোদন নিয়ে একই নামে ৩ থেকে চারটি সেচ পাম্প স্থাপন করেন এবং একটি বৈদ্যুতিক মিটার থেকে একাধিক সংযোগে অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করে আসছিলেন।
বৃহস্পতিবার খবর পেয়ে নাচোল পল্লী বিদ্যুতের অফিসের কর্মকর্তারা নাচোল উপজেলার কসবা ইউপির মহেষপুর এলকা থেকে তিন ব্যক্তির সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে। এ বিষয়ে নাচোল বিএমডিএর উপ সহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, যাদের সেচ পাম্পের একাধিক সংযোগ এবং পাম্প স্থাপন রয়েছে তাদের সবারই পর্যায়ক্রমে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এ বিষয়ে নাচোল পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রহিম বলেন, একটি সেচের অনুমোদন নিয়ে একই নামে ৩থেকে চারটি সেচ পাম্প স্থাপন করা এবং একটি বৈদ্যুতিক মিটার থেকে একাধিক সংযোগে অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করায় তিন ব্যক্তির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।তাদের বিরুদ্ধে পবিস এর রুলস অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।











