নওহাটায় বাঁচার আশা সংগঠনের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার: শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন। পবা উপজেলা প্রশাসনের সহায়তায় সংগঠনটি পবা উপজেলায় হিজড়াদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বৃহস্পতিবার নওহাটা বাজারে সংগঠনের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।
পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বলেন, শীত মৌসুমে সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। হিজড়া জনগোষ্ঠী সমাজে নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার। কর্মসংস্থানের সীমাবদ্ধতা ও নিরাপদ আশ্রয়ের অভাবে শীতকাল তাদের জন্য সবচেয়ে কঠিন সময়। এ অবস্থায় শীতবস্ত্র বিতরণ শুধু সাময়িক সহায়তা নয়, বরং মানবিক সহমর্মিতার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বলেন, শীতের তীব্রতায় যারা সবচেয়ে বেশি কষ্টে থাকে, তাদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। হিজড়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অবহেলিত। আমরা চাই সমাজের সব শ্রেণির মানুষ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসুক।











