ঢাকা | জানুয়ারী ৭, ২০২৬ - ৫:১৩ অপরাহ্ন

৩৭ লাখ টাকাসহ আটক এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট: Tuesday, January 6, 2026 - 12:45 am

স্টাফ রিপোর্টার: নাটোরে প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে রাজশাহীতে মামলা দায়ের করেছে দুদক।

গতকাল সোমবার সকালে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মানি লন্ডারিং আইনে এই মামলা দায়ের করেন। গাড়িতে নিয়ে যাওয়ার সময় গত বছরের ১৪ মার্চ নাটোরে এসব টাকাসহ তিনি আটক হন।

মামলার এজাহারে বলা হয়েছে আসামি ছাবিউল ইসলাম (৪৩) বর্তমানে নির্বাহী প্রকৌশলী হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর দপ্তরে কর্মরত। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধায় নির্বাহী প্রকৌশলী থাকাকালীন নিজের ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকাসহ আটক হন। জব্দকৃত অর্থের আসল উৎস ও মালিকানা গোপন বা ছদ্মাবৃত করার অসৎ উদ্দেশ্যে ঢাকা-মেট্রো-ঘ-১২-৮৭৯৭ নম্বর গাড়িযোগে অন্যত্র স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেন। তাকে সহযোগিতা করার জন্য তার গাড়িচালক শ্রী বাপ্পি কুমার দাসকেও (৫০) মামলার আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকালে দুদকের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে।