শব্দ দূষণে অতিষ্ঠ পরিবার
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম ভাড়ালীপাড়ায় শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে পড়েছে এক শিক্ষকের পরিবার। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না। অবশেষে ন্যায় বিচারের আশায় গেল বছরের ২৫ নভেম্বর রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষিকা আক্তারী খাতুন।
জেলা প্রশাসককে দেয়া অভিযোগে তিনি বলেছেন, নগরীর বড় বনগ্রাম ভাড়ালীপাড়ার জিয়া পার্কের পাশের (উত্তরে) শিক্ষক আক্তারী খাতুনের পাশেই বিবাদী জাকারিয়া আলামিন ব্যবসা পরিচালনা করেন। তার পরিচালনাধীন দোকান আছে। সেই দোকানে উচ্চস্বরে মাইক বাজিয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত সিনেমা মুভি দেখার জন্য লোক ডাকেন। যার জন্য লেখাপড়া করাসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
বর্তমানে শব্দ দূষণের কারনে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। জাকারিয়া আলামিনকে অনেকবার নিষেধ করা সত্বেও সে শোনেনি। অতিরিক্ত মাত্রায় শব্দ দূষণের কারণে তার বাড়ির ভাড়াটিয়া থাকে না। এ বিষয়ে পরিবেশ ও বন অধিদপ্তরে জানানো হলে, সংশ্লিষ্ট দপ্তর তাকে নিষেধ করলেও সে শোনেনি। তাই ন্যায় বিচারের আশায় ও শব্দ দূষণ থেকে রেহাই পেতে জেলা প্রশাসকের দারস্থ হয়েছেন তিনি। এ সমস্যার সমাধানে সু-ব্যবস্থার অনুরোধ জানানো হয়েছে।











